Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র
বিস্তারিত

ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি ৫নং দামিহা ইউনিয়নের কাজলা উচ্চ বিদ্যালয় ও কাজলা শিবিরের বাজারে মাঝে অবস্থিত।

ছবি
label.column.field_office_cism

(১) মাঠ পর্যায়ে ইপিআই কার্যক্রম বাস্থবায়ন  ( স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে)

(২) ডায়রিয়া, এআরআই, যক্ষ্ণা, কুষ্ঠ, কালাজ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন  ( স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে)

(৩) ওয়ার্ড পর্যায়ে প্রতি ৬০০০ জন লোকের জন্য স্বাস্থ্য কর্মীদেরমাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান 

(৪) ০-৫৯মাস বয়সী সকল শিশুকে বৎসরে দু’বার ওপিভি খায়ানো ।

(৫) ৬-১২মাস বয়সী সকল শিশুকে বৎসরে দু’বার ১টি নীল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খায়ানো ।

(৬) ১-৫বছর  বয়সী সকল শিশুকে বৎসরে দু’বার ১টি লাল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খায়ানো ।

(৭) ২-৫ ৫বছর  বয়সী সকল শিশুকে বৎসরে দু’বার ক্রিমিনাশক ট্যাবলেট খায়ানো ।

(৮) ১৫-৪৯ ৫বছর বয়সী সকল মহিলা (গর্ভবতী সহ) কে টিটি টিকা প্রদান ।

(৯) প্রসবোওর মাকে ৪২ দিনের মধ্যে ১টি লাল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খায়ানো ।  

(১০) মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের  মাধ্যমে শিক্ষা প্রতিষ্টানে পুষ্টি, আয়োডিন ও অন্যান্য স্বাস্থ্য শিক্ষা প্রদান ।

(১১) ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ কার্যক্রম ।

সিটিজেন চার্টার
  1. হাসপাতালে বহি:বিভাগে আগত রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।
  2. হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
  3. জরুরী বিভাগে আগত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা।
  4. সকাল ৮.০০ ঘটিকা হইতে দুপুর ২.৫০ পর্যন্ত বহি:বিভাগে আগত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।
  5. বিনামূল্যে টিকা প্রদান করা হয়।
  6. যক্ষারোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।
  7. ডায়রিয়া আক্রান্ত রোগীদের খাবার স্যালাইন খাওয়ানো হয়ে থাকে।
  8. মাসিক রোগীদের প্রতিবেদন প্রদানসহ অন্যান্য প্রতিবেদন নিয়মিত ভাবে উর্ধবতন অফিসে প্রেরণ করা হয়।
  9.  
সাধারণ তথ্য

গুরুত্বপূর্ণ তথ্য: বিষয়ক কোন তথ্য না থাকায় আমরা আন্তরিক ভাবে দুঃখিত। শীর্ঘই আপডেট করা হবে।

label.column.field_projects

গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ: বিষয়ক কোন তথ্য না থাকায় আমরা আন্তরিক ভাবে দুঃখিত। শীর্ঘই আপডেট করা হবে।

যোগাযোগ

যোগাযোগঃ

 

পত্র  যোগাযোগের ঠিকানা

ইউনিয়ন... কর্মকর্তা, দামিহা ইউনিয়ন, উপজেলা তাড়াইল, জেলা: কিশোরগঞ্জ।

টেলিফোন নম্বর

মোবাইল নম্বর

ই-মেইল ঠিকানা

damiha.....dghs.gov.bd