নরসুন্দা নদী ব্রহ্মপুত্র হতে উৎপন্ন হয়ে হোসেনপুর, পাকুন্দিয়া সীমানার মধ্যে দিয়ে কিশোরগঞ্জ হয়ে তাড়াইলের উপর দিয়ে চৌগাংগায় ধনু নদীতে মিলিত হয়েছে। তাড়াইল উপজেলার অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নদী। এ নদী পথেই পণ্য সামগ্রী নিয়ে চলাচল করে ব্যবসায়ীদের হরেক রংগের নৌকার বহর। এর তীরেই দামিহা বাজার অবস্থিত। তাড়াইলকে এই নদীর বন্দর বলা চলে। বর্তমানে শুকনা মৌসুমে এর নাব্যতা কমে যাওয়ার ফলে নৌকা চলাচলের বিঘ্ন দেখা দেয়। নদীগুলো পুনঃখনন করা হলে তাড়াইল ভাটী এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ নদীবন্দরে পরিণত হতে পারে। তাছাড়া নদীর গতিপথে অবৈধভাবে বাঁধ নির্মাণকারীদের উচ্ছেদ করে নদীর স্রোতো ধারা অব্যাহত রাখলে আবারও এই নদী মৎস্যকূল পূর্ণ হয়ে যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস